বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
উক্ত আবেদনটি ১২ মার্চ ২০২৪ শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ০২ এপ্রিল ২০২৪ রাত ১২.০০ পর্যন্ত
Bangladesh nursing and midwifery council
নার্সিং ভর্তি পরীক্ষা ৩ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। আবেদন শুরু ১২ মার্চ। আবেদনের শেষ তারিখ ২ এপ্রিল।
Event | Date | Time |
Application Start | 12 March 2024 | 10:00 am |
Application Deadline | 02 April 2024 | 11:59 pm |
Application Fee Payment Last Date | 03 April 2024 | 11:59 |
Admit Card Download Start | 25 April 2024 | 10:00 am |
Admission Test | 3 May 2024 | 10:00 am – 11:00 am |
উক্ত আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রার্থীকে এস এস সি এবং এইচ এস সি উভয় পরীক্ষাতে জিপিএ ৩.০০ সহ সর্বমোট ৭.০০ থাকতে হবে। এস এস সি এবং এইচ এস সি এর কোনোটাটেই জিপিএ ৩.০০ এর কম থাকলে আবেদন করতে পারবে না।
আবেদনের জন্য বিএসসি নার্সিং এর জন্য ৭০০ টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারির জন্য ৫০০ টাকা যে কোন টেলিটক প্রিপেইড নাম্বার থেকে আবেদনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।
আবেদন সম্পর্কিত কোন তথ্যের জন্য হেল্পলাইন নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল